পুঁই [ pum̐i ] বি. ভক্ষ্য শাকবিশেষ অথবা তার ডাঁটা বা লতানে গাছ।
[সং. পূতিকা]।
পুঁইয়ে বিণ. পুঁই ডাঁটার মতো লতানে (পুঁইয়ে সাপ)।
পুঁইয়ে-পাওয়া, পুঁয়ে-পাওয়া বি. যে রোগে শিশুদের শরীর ডাঁটার মতো শুকিয়ে ক্রমশ ক্ষীণ হয়ে যায়, infantile atrophy, (অশু.) rickets.
☐ বিণ. উক্ত রোগগ্রস্ত।
Leave a Reply