পুং2 [ pu2 ] বি. (অন্য শব্দ বা প্রত্যয়ের পূর্বে পুম্স্-শব্দের রূপ) পুরুষ প্রাণী।
☐ বিণ. পুরুষ, পুরুষজাতীয় (পুংলিঙ্গ, পুংকেশর)।
[সং. পুম্স্]। ̃
পুংকেশর বি. ফুলের যে অংশে পরাগ জন্মে,stamen. ̃
পুংগব — পুঙ্গব দ্র।
পুংবাচক বিণ. পুরুষ বোঝায় এমন।
পুংলিঙ্গ বি. 1 (ব্যাক.) শব্দের পুরুষবাচকতা; 2 লিঙ্গ, পুরুষের জননেন্দ্রিয়।
☐ বিণ. পুরুষবাচক (পুংলিঙ্গ শব্দ)।
পুংশ্চলী বি. (স্ত্রী.)1 বেশ্যা; 2 কুলটা।
পুংশ্চিহ্ন বি. পুরুষের শিশ্ন ও অন্যান্য দৈহিক লক্ষণ যেমন গোঁফদাড়ি।
পুংসন্তান বি. ছেলে।
পুংসবন বি. গর্ভিণীর দ্বিতীয় বা তৃতীয় মাসে পুত্রসন্তান কামনায় পালনীয় সংস্কারবিশেষ।
পুংস্কোকিল বি. পুরুষ কোকিল।
পুংস্ত্ব বি. 1 পুরুষত্ব; 2 বীর্য; 3 (ব্যাক.) শব্দের পুংলিঙ্গ বাচকতা।
Leave a Reply