পীত1 [ pīta1 ] বি. হলুদ রং (শ্বেতপীত)।
☐ বিণ. হলুদ রং-বিশিষ্ট, হলুদ রঙের (পীতধড়া, পীতবাস)।
[সং. √ পা + ত]।
পীতজ্বর বি. পাণ্ডুরতা ও রক্তস্রাবযুক্ত জ্বরবিশেষ, yellow fever. ̃
পীতধড়া বি. 1 হলুদ রঙে রঞ্জিত কটিবাস; 2 শ্রীকৃষ্ণের পরিধেয় বস্ত্র।
পীতবাস, পীতাম্বর বি. 1 হলুদ রঙের বস্ত্র; 2 (পীতবস্ত্রধারী) শ্রীকৃষ্ণ।
☐ বিণ. পীতবস্ত্রধারী।
পীতাভ বিণ. পীত বা হলুদ রঙের আভাযুক্ত, হালকা হলুদ রঙের।
পীত2 [ pīta2 ] বিণ. পান করা হয়েছে এমন, কৃতপান।
[সং. √ পা + ত]।
Leave a Reply