পীঠ [ pīṭha ] বি.
1 বেদি;
2 (প্রধানত দেবদেবীর) আসন বা অধিষ্ঠানক্ষেত্র, প্রধান তীর্থ (পীঠস্হান);
3 সুদর্শনচক্রে খণ্ডবিখণ্ড সতীর দেহ যে যে স্হানে পড়েছিল (একান্ন পীঠ);
4 প্রতিষ্ঠান, সাধনার ক্ষেত্র (জ্ঞানপীঠ, বিদ্যাপীঠ);
5 পিঁড়ি বা আসন (পাদপীঠ)।
[সং. √ পিঠ্ + অ]।
পীঠস্হান বি.
1 একান্ন পীঠ-এর অন্যতম;
2 সুপ্রাচীন দেবস্হান বা দেবমন্দির।
Leave a Reply