পিল1 [ pila1 ] বি. (ওষুধের) ছোটো বটিকা, ওষুধের বড়ি (দুটো পিল খেয়ে নাও)।
[ইং. pill]।
পিল2 [ pila2 ] বি. 1 হাতি (পিলখানা); 2 দাবার ঘুঁটিবিশেষ. গজ।
[ফা. পীল্]।
পিলখানা বি. হাতিশাল, হাতির আস্তাবল।
পিলপা, ̃ পিলপে বি.
1 (হাতির পায়ের মতো স্হূল বলে) থাম, স্তম্ভ;
2 জমির সীমানাজ্ঞাপক স্তম্ভ, pillar.
Leave a Reply