দেখ না রে, ভাব না রে ভাবের কীর্তি।
জলের ভিতরে রে জুলছে বাতি।।(1)
ভাবের মানুষ ভাবের খেলা
ভাসে বসে দেখ নিরালা
নীরে-ক্ষীরোতে ভেলা রয় যুতি।।
জ্যোতিতে রতি উদয়
সামান্যে কি তাই জানা যায়
তাতে কত রূপ দেখা যায় লাল মোতি।।
যখন নিঃশব্দে শব্দেরে খাবে
তখন ভবের খেলা ভেঙ্গে যাবে।
লালন কয়, দেখবি কিরে(2) কি গতি।।
—————
রবীন্দ্রনাথ ঠাকুর, “লালন ফকিরের গান’, প্রবাসী, মাঘ, ১৩২২
কথান্তর : 1. জলের ভিতরে রে জ্বলছে এক বাতি।
2. ফিরে।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮৯
Leave a Reply