পিয়াজ, পিঁয়াজ [ piẏāja, pim̐ẏāja ] বি. উগ্র ঝাঁঝালো গন্ধযুক্ত কন্দবিশেষ, পলাণ্ডু।
[ফা. পিয়াজ]।
পিয়াজকলি, পিঁয়াজকলি বি. পিঁয়াজগাছের ডাঁটা।
পিয়াজি, পিঁয়াজি বি. 1 প্রধানত পিঁয়াজ দিয়ে প্রস্তুত বড়াবিশেষ; 2 (কথ্য) ইয়ারকি ফাজলামি।
☐ বিণ. পিঁয়াজ রঙের, ফিকে বেগুনি।
Leave a Reply