পিত্ত, [ pitta, ] (কথ্য) পিত্তি বি.
1 যকৃত্ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ;
2 পিত্তরসের ক্ষরণ বা প্রকোপ (কথ্য পিত্তি-‘তেলতামাকে পিত্তিনাশ’);
3 অসন্তোষ বা বিরক্তি (সচ. পিত্তি -ঘেন্নাপিত্তি)। ̃
পিত্তকোষ, পিত্তাশয় বি. পিটের মধ্যে যে থলির মতো আধারে পিত্ত সঞ্চিত থাকে।
পিত্তঘ্ন, ̃ পিত্তনাশক বিণ. পিত্তের প্রকোপ বা দোষ দুরকারী।
পিত্তজ্বর বি. পিত্তের দোষজনিত জ্বর।
পিত্তবিকার বি. পিত্তের দোষ, পিত্তের রোগ।
পিত্তরক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ।
পিত্তাতিসার বি. পিত্তের দোষজনিত উদরাময়।
পিত্তাশয় পিত্তকোষ -এর অনুরূপ।
Leave a Reply