দম কষে তুই বয়রে ক্ষেপা প্রেমের নদীতে।
করবি যদি তুই মীন-মক্করা, কাম রেখে আয় তফাতে।।
গহীণ জলে বাস করে মীন
গুরু বলে ছাড়তেছে ঝিম
মীন ধরা দেয় তার হাতে।।
কাম ক্ৰোধ লোভ মায়া মোহ
এই কয় জন দেহের অবাধ্য
প্রেম-আগুনে হয়ে দগ্ধ
জব্দ রবি তার হাতে।।
লালনের বুদ্ধি কাণ্ড
জল করেছে লণ্ডভণ্ড
মাছ ধরিস নে মন-পাষণ্ড
মদন-গঞ্জের মন মতে।।
————–
২১৯. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৬৬; ৭ম খণ্ড, পৃ. ৩৯৯
Leave a Reply