দীনের ভাব যেদিন উদয় হবে,
সেইদিনে মন ঘোর অন্ধকার ঘুচে যাবো।
মণিহারা। ফণীর মতন
তেমতি ভাব-রাগের কারণ
অরুণ বসন ধারণ
বিভূতি ভূষণ লবে।।
অঙ্গে ধারণ করা বেহাল
হৃদয়ে জ্বালো প্রেমের মশাল
দু নয়ন হইবে উজ্জ্বল,
মুর্শিদ-বস্তু দেখতে পাবে।।
সাঁই সিরাজের হকের চরণ
ভেবে কহে ফকির লালন
কথায় কি তার হয় আচরণ
খাঁটি হও মন দিনের ভাবে।।
————-
লালন ফকির : কবি ও কাব্য, লালন-গীতিকা, পৃ. ২৬৬
এই গানে আরও চারটি স্তবক আছে সেগুলোতে চরণ-বিন্যাস, সুর-কাঠামো ও ছন্দরীতিতে পার্থক্য আছে। আমাদের বিশ্বাস, অন্য কোন গানের চরণ প্ৰক্ষিপ্ত হয়েছে। খাতায় অনুলিখনের সময় এরূপ ভুল হতে পারে। উভয় গ্রন্থের সম্পাদকদ্বয় এ সম্পর্কে কোন ব্যাখ্যা দেননি।
Leave a Reply