পিতৃ [ pitṛ ] বি. পিতা -র সংস্কৃত রূপ।
পিতৃকল্প বিণ. পিতার তুল্য।
☐ বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান।
পিতৃকুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ।
পিতৃকার্য, ̃ পিতৃকৃত, ̃ পিতৃক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ।
পিতৃগণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ।
পিতৃগৃহ বি. বাপের বাড়ি।
পিতৃঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী।
পিতৃতর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান।
পিতৃতুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়।
পিতৃত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব।
পিতৃদায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব।
পিতৃদেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা।
পিতৃপক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ।
পিতৃপুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ।
পিতৃবত্ বিণ. পিতার তুল্য।
পিতৃবিয়োগ বি. পিতার মৃত্যু।
পিতৃব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা।
পিতৃভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ।
পিতৃভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ।
পিতৃমেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ।
পিতৃযান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ।
পিতৃরিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে।
পিতৃলোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ।
পিতৃশোক বি. পিতার মৃত্যুজনিত শোক।
পিতৃশ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান।
পিতৃষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী।
পিতৃসম বিণ. পিতার সমান, পিতার তুল্য।
পিতৃসেবা বি. পিতার পরিচর্যা।
পিতৃস্হানীয় বিণ. পিতার তুল্য।
পিতৃহন্তা (-ন্তৃ), ̃ পিতৃহা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী।
স্ত্রী. পিতৃহন্ত্রী।
পিতৃহীন বিণ. যার পিতা জীবিত নন।
Leave a Reply