পিণ্ড [ piṇḍa ] বি.
1 ডেলা (মাংসপিণ্ড);
2 পিতৃলোকের উদ্দেশে প্রদত্ত অন্নের ডেলা (পিণ্ডদান);
3 অন্নের ডেলা (দুবেলা পিণ্ড জোগাতেই ফতুর হয়ে গেলাম);
4 দেহ।
[সং. √ পিণ্ড্ (রাশি করা) + অ]।
পিণ্ডখর্জুর বি. (সাধু) পিণ্ডাকারে সংরক্ষিত বড়ো খেজুর।
পিণ্ডদ বিণ. বি. মৃতের উদ্দেশে পিণ্ডদানকারী বা পিণ্ডদানের অধিকারী; অন্নদানকারী।
পিণ্ডদান বি. হিন্দুদের দ্বারা মৃতের উদ্দেশে খাদ্য উত্সর্গ করার অনুষ্ঠানবিশেষ।
পিণ্ডলোপ বি. পিণ্ডদানের অধিকারীদের বিনাশ; পিণ্ডদানের অধিকারী কেউ নেই এমন অবস্হা; বংশলোপ।
পিণ্ডাকৃতি বিণ. গোলাকার ও নিরেট।
Leave a Reply