পিঠ [ piṭha ] বি.
1 পৃষ্ঠ, মুখের বিপরীত দিকে ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ (পিঠের ব্যথা);
2 দিক, পাশ (এপিঠ ওপিঠ);
3 পিছন, পশ্চাত্ (পিঠে পিঠে জন্ম);
4 তাসখেলার দান।
[সং. পৃষ্ঠ]।
পিঠ চাপড়ানো ক্রি. বি. পিঠে চাপড় দেওয়া; পিঠে চাপড় দিয়ে প্রশংসা করা বা উত্সাহ দেওয়া।
পিঠমোড়া বিণ. দুই হাত পিঠের দিকে নিয়ে বাঁধা হয়েছে এমন।
পিঠের চামড়া তোলা ক্রি. বি. বেদম প্রহার দেওয়া।
Leave a Reply