তিন দিনের তিন মরম জেনে,
রসিক সাধলে ধরে তা একদিনে।।
অকৈতব সে ভেদের কথা
কইতে মৰ্মে লাগে ব্যথা
আবার না কৈলে জীবের নাহিক নিস্তার
কয় সেইজন্যে :
তিনশ’ ষাট রসের মাঝার
তিন রস গণ্য নয় রসিকার
সাধিলে সে কারণ এড়াইবে শমন
এ ভুবনে।।
অমাবস্যা প্ৰতিপদ
দ্বিতীয়ার প্রথমে সেত
অধীন লালন বলে, তাই কার অগমন
সেই যোগের দিনে।।
————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১৩; লালন-গীতিকা, পৃ. ৫১-৫২; বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৯
Leave a Reply