পিটা, পেটা [ piṭā, pēṭā ] ক্রি.
1 ঘা মারা, আঘাত করা (লাঠি দিয়ে পেটাচ্ছে);
2 ঘা দিয়ে বাজানো (ঢোল পেটা);
3 প্রহার করা, মারা (ছেলেটাকে খুব পিটছে)।
☐ বি. উক্ত অর্থে।
☐ বিণ. (বিশেষণে পেটা চলিত)
1 পিটিয়ে বা ঘা মেরে মেরে নিরেট করা হয়েছে এমন (পেটা লোহা);
2 পেটা লোহায় তৈরি (পেটা কড়াই);
3 পেটা লোহার মতো মজবুত (পেটা চেহারা, পেটা শরীর);
4 পিটিয়ে বাজাতে হয় এমন (পেটা ঘড়ি)।
[সং. √ পিট্ + বাং. + আ-তু. হি. পিটনা]।
পিটাই, পেটাই – বি. পিটিয়ে পাত করার বা নিরেট করার কাজ (ছাদ পেটাই, লোহা পেটাই)।
পিটনি, পিটুনি বি.
1 পেটা;
2 প্রহার, মার (প্রচণ্ড পিটুনি খেয়েছে)।
পিটনা বি. ছাদ মেঝে প্রভৃতি পিটানোর জন্য কাঠের তৈরি ছোটো মুগুরবিশেষ।
পিটানো, পেটানো ক্রি. বি. পিটা; পিটাই করানো (ছাদ পিটানো)।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply