পিটপিট [ piṭa-piṭa ] বি.
1 মিটমিট, আধবোজা চোখে কিংবা দ্রুত ও বারবার চোখ খুলে ও বন্ধ করে দেখবার ভাব, অস্পষ্টভাবে দেখবার ভাব (চোখ পিটপিট করা);
2 বিরক্তির ভাবপ্রকাশ (রাতদিন কেবল পিটপিট করে)।
[ধ্বন্যা.]।
পিটপিটা, পিটাপিটানো ক্রি. পিটপিট করা (চোখ পিটপিটায়)।
পিটপিটে বিণ. অতিরিক্ত সাবধানতা শুচিবাই বা বিরক্তির ভাব প্রকাশ করে এমন (পিটপিটে স্বভাবের লোক)।
Leave a Reply