পিছা1 [ pichā1 ] বি. (আঞ্চ.) ঝাঁটা (পিছার বাড়ি)।
[সং. পিচ্ছিকা]।
পিছা2 [ pichā2 ] ক্রি. পিছানো, পিছিয়ে যাওয়া।
[বাং. পিছ + আ]। ̃
পিছানো, পিছোনো ক্রি. বি.
1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব);
2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে);
3 পিছনে হাঁটা;
4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply