কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।
ফুল কান্দে পাখি কান্দে
কান্দে গাঙের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জারে জার ।।
বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।
——————-
সোনাই হায় হায়রে (মনপুরা)
কথা: গিয়াস উদ্দিন সেলিম
সুর : সংগ্রহ
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
Ma Mahmud
খুব ভাল একটি লিরিক
Din Islam
ভাল
Din Islam
যে রকম কবিতা সেরকম সবার কাজ করতে হবে আল্লাহার দ্বীনের ভাল জিনিস অসতের সাথে মেসান জাবেনা তাহলে কন লাভ নেই এখানে ত সেতাই করা হয়েসে.
Ahiya Rakhi
সুন্দর