পিঁজা, (চলিত) পেঁজা [ pin̐jā, (calita) pēn̐jā ] ক্রি. বি. তুলো ইত্যাদির আঁশ ধুনে বা টেনে টেনে পৃথক করা।
☐ বিণ. উক্ত অর্থে।
[সং. √ পিঞ্জ্ + বাং. আ]।
পিঁজানো ক্রি. বি. তুলোর আঁশ ধুনে বা টেনে পৃথক করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply