পাহাড় [ pāhāḍ় ] বি. 1 অপেক্ষাকৃত ছোটো পর্বত; 2 স্তূপ, ঢিবি (বালির পাহাড়, বইয়ের পাহাড়); 3 পাড়, উঁচু তীরভূমি।
[হি. পহাড়]।
পাহাড়তলি বি. পর্বতের পাদদেশ বা পাদদেশস্হ সমতলভূমি; উপত্যকা, তরাই।
পাহাড়ি বিণ. পাহাড়িয়া, পাহাড়ে (পাহাড়ি বিছে)।
☐ বি. 1 পাহাড়িয়া জাতি; 2 সংগীতের রাগবিশেষ।
পাহাড়িয়া, পাহাড়ে বিণ. 1 পার্বত, পার্বত্য; 2 পর্বতময় (পাহাড়ে রাস্তা); 3 পর্বতস্হ; 4 পর্বতজাত (পাহাড়ে উদ্ভিদ); 5 পর্বতসম্বন্ধীয়; 6 (আল.) প্রকাণ্ড, মস্ত, ভীষণ।
Leave a Reply