পাষাণ [ pāṣāṇa ] বি. 1 পাথর, প্রস্তর; 2 (আল.) নিষ্ঠুর ব্যক্তি, দয়ামায়াহীন ব্যক্তি; 3 (বাং.) তুলাদণ্ডের ফের (পাষাণ ভাঙা); 4 তুলাদণ্ডের পাষাণ ভাঙার জন্য ব্যবহৃত পাথর বা বাটখারা (পাষাণ চাপানো)।
☐ বিণ. প্রস্তরবত্, পাথরের মতো (পাষাণভার, পাষাণহৃদয়)।
[সং. √ পিষ্ (=পাষ্) + আন]।
স্ত্রী. পাষাণী।
পাষাণভেদী (-দিন্) বিণ.পাথর ভেদ করতে পারে এমন, পাষাণ ভেদ করে এমন।
পাষাণমূর্তি বি. পাথরের মূর্তি; (আল.) পাথরের মূর্তির মতো অচল ও নিষ্প্রাণ মূর্তি।
Leave a Reply