জান গে পদ্ম নিরূপণ
কোন পথে জীবের স্থিতি
কোন পথে গুরুর আসন।।
অধোপদ্ম ঊর্ধ্বপদ্ম
লীলে নিত্য এই সরহদ্দ
যে পথে সাধক বর্ত
সে পদ্ম কেমন বরণ।।
আড়া পদ্মের কোড়া ধরে,
ভুঙ্গ রতি চলে ফেরে
সেই পদ্ম কোন দলের পরে
বিকশিত হয় কখন।।
গুরু মুখে পদ্ম বাক্য
হৃদয়ে যার হয়েছে ঐক্য
জানে সে সকল পক্ষ
কহে দীন হীন লালন।।
————-
লালন-গীতিকা, পৃষ্ঠ ১৮৬
Leave a Reply