পাশ1 [ pāśa1 ] বি. 1 সাফল্য (পরীক্ষায় পাশ); 2 অনুমতিপত্র, ছাড়পত্র, বিনামূল্যে বা স্বল্পমূল্যে ভ্রমণের ছাড়পত্র (রেলের পাশ)। ☐ বিণ. মঞ্জুর (বিল পাশ হওয়া)।
[ইং. pass]।
পাশ2 [ pāśa2 ] বি. সুগন্ধ জল প্রভৃতি ছিটাবার পাত্রবিশেষ (গুলাবপাশ)।
[ফা. পাশ]।
পাশ3 [ pāśa3 ] বি. 1 প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ; 2 বন্ধন, ফাঁস (ভুজপাশ); 3 ফাঁদ, জাল (পাশবদ্ধ); 4 রজ্জু, দড়ি; 5 গুচ্ছ, রাশি বা প্রাচুর্য, সমাসের উত্তরপদে (কেশপাশ); 6 (তন্ত্রে) পশুজীবের বন্ধন, অজ্ঞান (পাশমুক্তি)।
[সং. √ পশ্ (বন্ধন) + অ]।
পাশ4 [ pāśa4 ] বি. 1 পার্শ্ব (পাশে বসা); 2 সামীপ্য, নৈকট্য (তুমি পাশে থাকলে আমার ভয় করবে না); 3 ধার, প্রান্ত (অত পাশে যেয়ো না)।
[সং. পার্শ্ব]।
পাশ কাটানো ক্রি. বি. 1 এক পাশ দিয়ে ঘেঁষে চলে যাওয়া বা অতিক্রম করে যাওয়া; 2 সরে দাঁড়ানো; 3 এড়িয়ে যাওয়া।
পাশবালিশ দ্র বালিশ।
পাশ দেওয়া ক্রি. বি. 1 পথ দেওয়া, পথ ছেড়ে দেওয়া; 2 তাসখেলায় দান ছেড়ে দেওয়া।
পাশ5, পাশক [ pāśa5, pāśaka ] বি. খেলার পাশা, অক্ষ।
[সং. √ পশ্ + অ, অক]।
পাশক্রীড়া বি. পাশাখেলা।
Leave a Reply