পালি1 [ pāli1 ] বি. প্রাচীন ভারতীয়-আর্য ভাষাবিশেষ, যে ভাষায় বুদ্ধদেব ধর্মপ্রচার করেছিলেন।
[সং. পঙ্ক্তি > পংতি > পংলি > পালি?]।
পালি2 [ pāli2 ] বি. 1 পঙ্ক্তি, লাইন; 2 রাশি; 3 দল; 4 প্রান্ত; 5 শস্যাদির পরিমাণবিশেষ বা শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 6 পালা, পর্যায় (এবার আমার পালি)।
[সং. √ পাল্ + ই]।
Leave a Reply