পালিত [ pālita ] বিণ.
1 পোষা (পালিত পশু, গৃহপালিত);
2 প্রতিপালিত, বর্ধিত (বিলাসিতার মধ্যে পালিত);
3 জন্মগত কোনো সম্পর্ক নেই অথচ সম্পর্কযুক্ত ব্যক্তির মতো প্রতিপালিত (পালিত পুত্র, পালিত সন্তান);
4 রক্ষিত (প্রতিশ্রুতি পালিত হয়েছে);
5 মান্য করা হয়েছে এমন (আদেশ পালিত হয়েছে);
6 বংশসূচক নাম বা পদবিবিশেষ।
[সং. √ পা + ণিচ্ + ত]।
বিণ. স্ত্রী. পালিতা।
Leave a Reply