জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
অচিনকে চিনবো ঐ বরজখ ধরে।
নবুয়তে সব অদেখা তপ জপ বেলায়েত
দীপ্ত করে দেখা নজরে।।
বরাজখে আর এবে নাহি নেহারা
আখেরে সাঁইর রূপ চিনবে না তারা
নবী বলছে বারে বার
জানা গেল তার
হাদিস-মাঝারে।।
সেই প্ৰমাণ এখানে জানি
অদেখারে দেখে কেমনে চিনি
যদি চেনা যায়
তার বিধি হয়
আরেক জনকে সত্য বিশ্বাস করে।।
যে ভজে মুর্শিদ সেই জানতে পায়
লালন ফকির কয়,
আরেক বাধা হয়
বস্তু চিনে নামে পেট কি ভরে।।
———
লালন-গীতিকা, ১৯৭-৯৮
Leave a Reply