পালটা [ pālaṭā ] বিণ. 1 বিপরীত, উলটো (পালটা হুকুম); 2 প্রতিপক্ষীয়, বিরুদ্ধ (পালটা জবাব, পালটা আক্রমণ); 3 বদল, বিনিময় (পালটাপালটি)।
☐ ক্রি. পালটানো (জিনিসটা পালটাও)।
[হি. √ পলট (< প্রাকৃ. পলোট্ট) + বাং. আ]।
পালটানো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)।
☐ বিণ. উক্ত অর্থে।
পালটাপালটি বি. বারবার বা পরস্পর বদল।
Leave a Reply