পাল1 [ pāla1 ] বিণ. রক্ষক, পালক (রাজ্যপাল, নগরপাল)।
[সং. √ পালি + অ]।
পাল2 [ pāla2 ] বি. গবাদি পশুর সংগম বা প্রজনন (পাল দেওয়া, পাল ধরানো)।
[দেশি]।
পাল3 [ pāla3 ] বি. 1 বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা (পালে হাওয়া লাগা); 2 চাঁদোয়া।
[হি. পাল]।
পালতোলা বিণ. চালাবার সময় পাল খাটানো হয় এমন (পালতোলা নৌকা)।
পাল4 [ pāla4 ] বি. দল (ভেড়ার পাল)।
[সং. পালি]।
পালের গোদা (সচ. মন্দার্থে) দলের সর্দার।
Leave a Reply