পার [ pāra ] বি. 1 নদী খাল ইত্যাদির তীর; 2 কূল, কিনারা; 3 প্রান্ত (‘দেখা দিল গগন-পারে’: রবীন্দ্র); 4 সীমা (মাঠের পারে); 5 উত্তরণ (ভবপার); 6 অতিক্রম (সে আমাকে পার হয়ে গেল, এই নদী সাঁতরে পার হতে পারবে?); 7 পরিত্রাণ, উদ্ধার (দয়াল, পার করো আমারে)।
[সং. √ পৃ + অ]।
পারগ, পারংগম বিণ. 1 পারগামী; 2 সমর্থ, পটু, পারদর্শী।
পারগত বিণ. 1 পারে গেছে এমন; উত্তীর্ণ; 2 উদ্ধার পেয়েছে এমন।
পারঘাট, পারঘাটা বি. খেয়াঘাট।
Leave a Reply