পারা1 [ pārā1 ] বি. তরল ধাতুবিশেষ, পারদ (মেয়েটা পারা খেয়ে মরেছে)।
[সং. পারদ]।
পারা2 [ pārā2 ] অব্য. বিণ. সদৃশ, মতো, তুল্য (পাগলপারা, লম্বাপারা লোক)।
[সং. প্রায়]।
পারা3 [ pārā3 ] ক্রি. বি. 1 সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?); 2 এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?); 3 অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)।
[সং. √ পৃ + বাং. আ]।
Leave a Reply