পাপ [ pāpa ] বি. 1 অধর্ম, কলুষ, কল্মষ; 2 অন্যায় বা অশাস্ত্রীয় কাজ; 3 পাপিষ্ঠ ব্যক্তি, আপদ (এ পাপ এখন বিদায় হলে বাঁচি)।
☐ বিণ. 1অশুভ (পাপগ্রহ); 2 পাপী (পাপাত্মা); 3 অন্যায়, পাপজনক (পাপযোগ)।
[সং. √ পা + প]।
পাপকৃত্ বিণ. পাপকাজ করে এমন।
পাপক্ষালন বি. পাপ বা দোষ কাটানো।
পাপগ্রহ বি. শনি, মঙ্গল প্রভৃতি অশুভ গ্রহ।
পাপঘ্ন, পাপহর বিণ. পাপনাশকারী, যে পাপ দূর করে।
পাপদৃষ্টি বি. কুনজর, দুরভিসন্ধিমূলক দৃষ্টি।
পাপবুদ্ধি, পাপমতি বিণ. দুর্মতি, কুমতলবপূর্ণ।
পাপভাক (-জ্) বিণ. পাপী; পাপকারী।
পাপভাগী (-গিন্) পাপী, পাপকর্মের অংশীদার।
পাপযোগ বি. (জ্যোতিষ) তিথি বার প্রভৃতির পাপজনক বা অশুভ সম্মেলন।
পাপাচার বিণ. দুরাচার, পাপিষ্ঠ।
☐ বি. পাপকর্ম।
পাপচারী (-রিন্) বিণ. পাপিষ্ঠ, দুরাত্মা।
পাপাত্মা (-ত্মন্), পাপাশয়, পাপিষ্ঠ বিণ. অতিশয় পাপী, দুরাচার; যে পাপচিন্তা করে এবং পাপকাজ করে।
স্ত্রী. পাপিষ্ঠা।
পাপী (-পিন্) বিণ. পাপ করে এমন, পাপাচারী।
স্ত্রী. পাপিনী।
পাপীয়সী বিণ. (স্ত্রী.) মহাপাপকারিণী।
Leave a Reply