জান গা মানুষের করণ কিসে হয়।
ভুল না মন বৈদিক রাগের ভোলে
অনুরাগের ঘরে বয়।।
ভাটি স্রোত যার বহে উজান
তাইতে কি হয় মানুষের করণ
পরশনে না হইলে মন
দর্শনে কি হয়।।
টলটল করণ যাহার
পরশগুণ কই মেলে তাহার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়।।
লোহা সোনা পরশ পরশে
যে করণ তেমনি সে
লালন বলে হল দিশে
জর জ্বালা যায়।।
————–
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৩-০৪,
‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে “ভুল না মন বৈদিক ভোলো/রাগের ঘরে রায়” ও অন্তরায় ১ম চরণে “ভাটির সোঁত যার ফেরে উজান”-এরূপ কথাস্তর আছে। পৃ. ৪৯-৫০।
Leave a Reply