পানি [ pāni ] বি. জল।
[হি. পানি < সং. পানীয়]।
পানিকোটি বি. জলচর পাখিবিশেষ, পানকৌড়ি।
পানিপাঁড়ে বি. পানীয় জল বিতরণের কাজে নিযুক্ত পশ্চিমা ব্রাহ্মণ।
পানিফল, পান-ফল বি. সবুজ রঙের ছোটো জলজ ফলবিশেষ।
পানিবসন্ত, পান-বসন্ত বি. জলবসন্ত, গুটিকা রোগবিশেষ।
Leave a Reply