পান1 [ pāna1 ] বি. তাম্বূল, মশলা-সহযোগে চিবানো হয় এমন ঝাঁঝালো পাতাবিশেষ।
[সং. পর্ণ]।
পানতামাক দেওয়া ক্রি. বি. পান তামাক প্রভৃতি দিয়ে আপ্যায়ন করা।
পান থেকে চুন খসা ক্রি. বি. (আল.) সামান্য ত্রুটিবিচ্যুতি হওয়া।
পান সাজা ক্রি. বি. সুপারি চুন খয়ের প্রভৃতি সহযোগে পানের খিলি তৈরি করা।
পান2 [ pāna2 ] বি. 1 ঝাল, যে নিকৃষ্ট ধাতু গলিয়ে ধাতুদ্রব্যাদি জোড়া দেওয়া হয়; 2 ইস্পাত প্রভৃতি ধাতুতে কাঠিন্য সঞ্চার (পান দেওয়া, to temper)।
[দেশি]।
পান মরা ক্রি. বি. মিশ্রিত খাদের জন্য গহনার স্বর্ণাদির ওজন কমা।
পান-মরা বি. মিশ্রিত খাদের জন্য গহনার স্বর্ণাদির হ্রাসপ্রাপ্ত ওজন।
পান3 [ pāna3 ] বি. 1 তরল পদার্থ গলাধঃকরণ, গেলা (দুধ পান করা); 2 সুরাপান, মদ্যপান, নিষিদ্ধ বস্তু সেবন (পান দোষ)।
[সং. √ পা + অন]।
পানগোষ্ঠী বি. মদের বা মদ্যপানের আড্ডা।
পানদোষ বি. মদ্যপানের কু অভ্যাস।
পানপাত্র বি. মদ জল প্রভৃতি পান করার পাত্র।
পানশৌণ্ড বিণ. অত্যধিক মদ্যপানাসক্ত।
Leave a Reply