আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাটুগান গাইতাম ॥
বর্ষা যখন হইত গাজীর গাইন আইত
রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাটুগান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম ॥
হিন্দু বাড়িত যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রামসরকার
আমরা কি তার খবর লইতাম ॥
বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরিব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম ॥
করি ভাবনা সেদিন আর পাব না
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম ॥
——————
শাহ আব্দুল করিম
Shovan Roy
বাউল গানের বিভাগে লালনের কোনো গান নেই। এটা কেন হল??
Jareefah
Yes.. Lalon geeti is a part of baul song. But sometimes, some different perpective says that Lalon geeti is different from Baul song.
Ziaul Ashraf Shafi
ajo eto shundor arekta lyric khuje pelam na kothao… jemon kotha temon shur… temon vab ortho…
Abdus Sattar
Oshombhob Shundar……..
Hosnayara Khatun
Nijke , nijer sikorke jante ai ganer tulona nei.
[email protected]
সত্যি কথা
Yousuf Sharif Riyadh
ভালো কালেকশন, আরো লিরিকের জন্য ভিসিট করুন http://shahabdulkarim.com/.
Anshuman Chakraborty
Darun
Helal Uddin Sajib
nice address
Bipul K Bengal
সত্যিই মন জুরান গান
Masud
Fine
sm. Siddik Khan
Nice
অমিত কুমার সরকার,ভারত।
অসাধারণ সুন্দর মন জুড়ানো গান। সময়োপযোগী ও পরাবাস্তবতার ভিত্তিতে গ্রন্থনা।