পাদ1 [ pāda1 ] বি. 1 পা, চরণ (পাদচারণা); 2 মূল (পর্বতের পাদদেশ); 3 গাছের শিকড় (পাদপ); 4 শ্লোকের পঙ্ক্তি; 5 চতুর্থাংশ (শতাব্দীর শেষ পাদ); 6 সম্মানসূচক উপাধিবিশেষ (প্রভুপাদ); 7 সম্মানসূচক শব্দবিশেষ (পূজ্যপাদ)।
[সং. √ পদ্ + অ]।
পাদক্ষেপ বি. কদম, পা ফেলা।
পাদগ্রহণ বি. চরণবন্দনা।
পাদচারণ, পাদচারণা, পাদচার বি. পায়চারি।
পাদচারী (-রিন্) বিণ. বি. পায়ে হেঁটে ভ্রমণকারী।
পাদচ্ছেদ বি. বইয়ের পৃষ্ঠার নীচে মুদ্রিত মন্তব্য, ফুটনোট।
পাদত্রাণ বি. জুতো।
পাদদেশ বি. মূলদেশ, নিম্নদেশ।
পাদপ বি. (পা অর্থাত্ মূলদ্বারা পান করে বলে) গাছ।
পাদপদ্ম বি. পদ্মের মতো কোমল বা সুন্দর পা।
পাদপীঠ বি. পা রাখার স্হান, পিঁড়ি, টুল প্রভৃতি (‘কর্দমে মিলে বা পাদপীঠ’: সু. দ.)।
পাদপূরণ বি. 1 শ্লোকাদির অরচিত অংশ বা শূন্য স্হান পূর্ণ করা; 2 ছন্দোবদ্ধ পঙ্ক্তির পূর্ণতাসাধক বাক্যালংকার।
পাদপ্রদীপ বি. রঙ্গমঞ্চে অভিনেতার পায়ের কাছে যে আলো স্হাপন করা হয়, ফুটলাইট।
পাদপ্রহার বি. পদাঘাত, লাথি।
পাদবিক্ষেপ বি. পা ফেলা, চরণ সংস্হাপন।
পাদমূল বি. পায়ের নিম্নদেশ, গোড়ালি।
পাদরজ বি. পায়ের ধুলো।
পাদলেহন বি. পা চাটা; হীনভাবে তোষামোদ।
পাদশাখা বি. পায়ের আঙুল।
পাদশৈল বি. বৃহত্ পর্বতের নিম্নস্হ ক্ষুদ্র পর্বত।
পাদস্ফোট বি. কুষ্ঠরোগবিশেষ।
পাদ2 [ pāda2 ] বি. (অশি.) পায়ুপথে নির্গত বায়ু, অপানবায়ু।
[সং. পর্দন]।
পাদা ক্রি. (অশি.) পায়ুপথ দিয়ে বায়ু নিঃসরণ করা।
Leave a Reply