পাথর [ pāthara ] বি. 1 ভূত্বকে মাটির নীচে প্রাপ্ত কঠিন বস্তু বা তার টুকরো, প্রস্তর, শিলা; 2 প্রস্তরের তৈরি থালা (পাথরে ভাত খায়); 3 রত্ন, মণি (আংটিতে পাথর ধারণ করা)।
[সং. প্রস্তর]।
পাথরকুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ।
পাথরচাপা কপাল বি. যে মন্দ ভাগ্য কিছুতেই ভালো হয় না।
পাথরচুন দ্র চুন।
পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।
Leave a Reply