পাত্র [ pātra ] বি. 1 আধার (ভোজনপাত্র); 2 মন্ত্রী, উপদেষ্টা (পাত্রমিত্র); 3 যোগ্য ব্যক্তি (প্রশংসার পাত্র); 4 আস্পদ, ভাজন (স্নেহের পাত্র); 5 ব্যক্তি (আমি তেমন পাত্র নই, ভুল করার পাত্র নয়); 6 বিবাহের বর (পাত্রপক্ষ); 7 নাটকের চরিত্র।
[সং. √ পা + ত্র]।
স্ত্রী. পাত্রী।
পাত্রতা বি. 1 যোগ্যতা; 2 গৌরব।
পাত্রস্থ বিণ. বিবাহে বরের হাতে সমর্পিত (মেয়েটাকে পাত্রস্হ করে এখন সে নিশ্চিন্ত)।
পাত্রাপাত্র বি. যোগ্য ও অযোগ্য পাত্র।
Leave a Reply