পাতি1 [ pāti1 ] বি. ঠিকানা।
[পাত্তা দ্র]।
পাতি2, পাত্তি [ pāti2, pātti ] বি. মাদুর পাটি ইত্যাদি বোনার ঘাসবিশেষ।
[বাং. পাতা2 + ই]।
পাতি3 [ pāti3 ] বি. 1 সারি, শ্রেণি; 2 সমুদয় (যন্ত্রপাতি, মশলাপাতি)।
[সং. পঙ্ক্তি]।
পাতি পাতি করে ক্রি-বিণ. তন্নতন্ন করে।
পাতি4 [ pāti4 ] বিণ. ছোটো, ক্ষুদ্র (পাতিলেবু, পাতিহাঁস, পাতিকাক)।
[তু. প্রাকৃ. পত্ত, হি. পত্তা + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।
Leave a Reply