পাতা1 [ pātā1 ] (-তৃ) বিণ. পালক, রক্ষক (বিশ্বপাতা)। [সং. √ পা + তৃ]।
পাতা2 [ pātā2 ] বি. 1 পত্র (গাছের পাতা); 2 বইয়ের পৃষ্ঠা (তিনের পাতা); 3 ভোজনপাত্ররূপে ব্যবহৃত বৃক্ষপত্র (পাতা ফেলা); 4 পাতার মতো বিন্যাস (পাতা-কাটা চুল); 5 চোখের পল্লব।
[সং. পত্র]।
পাতা করা ক্রি. বি. আহারের জন্য আসন পাতা।
পাতাকুড়ুনি (বর্জি.) পাতাকুড়ুনী বিণ. অপরের উচ্ছিষ্ট পাতায় যা থাকে তাই কুড়িয়ে খায় এমন, অতি দরিদ্র।
পাতাচাটা, পাতচাটা বিণ. অপরের উচ্ছিষ্ট পাতা চেটে বেড়ায় এমন হীন বা অনুগ্রহপ্রার্থী।
পাতা3 [ pātā3 ] ক্রি. বি. 1 বিস্তারিত করা (আঁচল পাতা); 2 বিছানো (বিছানা পাতা, আসন পাতা); 3 স্হাপন করা (ঘট পাতা, সংসার পাতা); 4 সামনো নোয়ানো বা মেলে দেওয়া (মাথা পাতা, হাত পাতা); 5 নিয়োগ করা (কান পাতা, আড়ি পাতা); 6 আয়োজন করা, প্রস্তুত করা (ফাঁদ পাতা); 7 জমাট বাঁধার ব্যবস্হা করা (দই পাতা);
☐ বিণ. উক্ত সব অর্থে।
[বাং. √ পাত্ (সং. √ পত্ + ণিচ্) + আ]।
পাতানো ক্রি. বি. বিস্তারিত করানো; বিছিয়ে নেওয়ানো; সামনে মেলে দেওয়ানো; প্রস্তুত করানো; স্হাপন করানো; সম্বন্ধ স্হাপন করা (বন্ধুত্ব পাতানো); জমাট বাঁধানো।
☐ বি. প্রথম দুই অর্থে।
☐ বিণ. অন্যের দ্বারা বিছিয়ে নেওয়া হয়েছে এমন; জন্মগত নয় এমন; কৃত্রিম (পাতানো সম্পর্ক)।
পাতা4 [ pātā4 ] বি. গোড়ালি থেকে আঙুল পর্যন্ত পায়ের যে অংশ পেতে বা ফেলে হাঁটা নয়।
[পাতা3 দ্র]।
Leave a Reply