চাঁদ আছে চান্দে ঘেরা।
আজ কেমন করে সেথায়
ধরবি গো তোরা।।
লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা
তার মাঝে অধর চান্দেরি আভা
একবার দৃষ্টি করে দেখি
ঠিক থাকে না আঁখি
রূপের কিরণে চমকে পারা।।
রূপের গাছে চাঁদ ধরেছে তায়
থেকে থেকে ঝলক দেখা যায়
ও সে চাঁদের বাজার দেখে
চাঁদ ঘুরানি লাগে
দেখিস, দেখিস পাছে হসনে জ্ঞানহারা।।
আলেক নামের শহর আজব কুদরতি
রেতে উদয় ভানু দিবসে বাতি
সেজন আলেক খবর জানে
দৃষ্টি হয় নয়নে
লালন বলে সে চাঁদ দেখেছে তারা।।
—————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৫-০৬, লালন-গীতিকা, পৃ. ৭৪-৭৫
রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী, অগ্রহায়ণ ১৩২২ সংখ্যায় ‘হারামণি’ বিভাগে গানটি সংকলিত করেন। এতে ভনিতে স্তবকটি নেই। অন্তরা ও সঞ্চারী স্তবকে চরণের স্থান-বদল হয়েছে। যেমন,
লক্ষ লক্ষ চাঁদে করেছে শোভা
তার মাঝে অ-ধর চাঁদের আভা
ও সে চাঁদের বাজার দেখে
ঘূর্নি-লাগে
দেখিস, দেখিস পাছে হবি জ্ঞানহারা।।
চাঁদের গাছে চাঁদের ফল ধরে তায়
থেকে থেকে ঝলক দেখা যায়
একবার দৃষ্টি করে দেখি
ঠিক থাকে না আঁখি
চাঁদের কিরণে চমকে পারা।।–পৃ. ২০৭
Leave a Reply