পাত1 [ pāta1 ] বি. 1 পতন, ক্ষরণ (বৃষ্টিপাত, বজ্রপাত, রক্তপাত); 2 নিপাত, ক্ষয়, বিনাশ (দেহপাত, প্রাণপাত); 3 নিক্ষেপ, স্হাপন (দৃষ্টিপাত); 4 চ্যুতি (গর্ভপাত); 5 সংঘটন (বিপত্পাত)।
[সং. √ পত্ + অ]।
পাত2 [ pāta2 ] বি. 1 গাছ বই প্রভৃতির পাতা (কলার পাত); 2 ধাতুর পাতলা চাদর (লোহার পাত); 3 ভোজনে ব্যবহৃত থালা পাতা ইত্যাদি পত্র (ওই পাতে দই দাও, পাত পেড়ে বসে পড়ি)।
[সং. পত্র]।
পাত করা ক্রি. বি. আহারের জন্য কলাপাতা ইত্যাদি বিছানো, ঠাঁই করা।
পাতক্ষীর বি. ঘন ক্ষীরবিশেষ।
পাতখোলা বি. আধপোড়া মাটির পাত্র।
পাতগালা বি. গাছের পাতার মতো গালার পাতলা পাতা।
পাতচাটা দ্র পাতা2।
পাতড়া বি. উচ্ছিষ্ট পাতা; কলাপাতায় খাওয়ার প্রণালীবিশেষ বা ওইভাবে আহার করা খাদ্য।
পাততাড়ি বি. কাগজের বদলে লেখার জন্য ব্যবহৃত (তালগাছের) পাতার আঁটি।
পাততাড়ি গুটানো ক্রি. বি. পালানো, প্রস্হান করা; দোকানপাট ইত্যাদি তুলে দেওয়া।
পাতা পাতা ক্রি. বি. কোথাও নিমন্ত্রণ খেতে বসে যাওয়া।
Leave a Reply