পাড়ি [ pāḍ়i ] বি. 1 পার হওয়া, উত্তরণ (পাড়ি দেওয়া); 2 নদী খাল বিল ইত্যাদির এক পার থেকে অন্য পার পর্যন্ত বিস্তার (লম্বা পাড়ি, ‘অচিনকূলে পাড়ি দেব’: রবীন্দ্র)।
[সং. পট্ট > পাড় + বাং. ই]।
পাড়ি জমানো ক্রি. বি. পার হওয়া, অপর পারে পৌঁছানো; রওনা হওয়া।
Leave a Reply