পাড়া1 [ pāḍ়ā1 ] ক্রি. বি. 1 পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি); 2 নামানো (তাক থেকে বই পাড়া); 3 কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); 4 উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব); 5 আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে); 6 প্রসব করা (ডিম পাড়া); 7 উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া); 8 পাতা, বিছানো (পাত পাড়া)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ পাতি + বাং. আ]।
পাড়ানো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।
পাড়া2 [ pāḍ়ā2 ] বি. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)।
[প্রাকৃ. পাডঅ]।
পাড়াকুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক।
পাড়াগাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)।
পাড়াগেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য।
পাড়াপড়শি বি. এক পাড়ার লোক, প্রতিবেশী।
পাড়া বেড়ানো ক্রি. বি. পাড়ার মধ্যে সর্বত্র ঘুরে বেড়ানো।
পাড়া মাথায় করা ক্রি. বি. (আল.) চিত্কার করে পাড়ার সব লোককে ব্যতিব্যস্ত করা।
Leave a Reply