পাড়1 [ pā়ḍ়1 ] বি. 1 খাল-বিল-পুকুর ইত্যাদি জলাশয়ের তীর, তট (পুকুরপাড়); 2 খেতের আলি (জমির পাড়); 3 পাতকুয়োর ভিতরের বেষ্টনী, পাটা।
[সং. পাটক]।
পাড়2 [ pāḍ়2 ] বি. ধুতি শাড়ি প্রভৃতি পরিধেয় বস্ত্রের (সচ.) পুরু প্রান্ত (শাড়ির পাড়)।
[সং. পট্ট]।
পেড়ে (< পাড়িয়া) বিণ. পাড়যুক্ত (কালোপেড়ে, লালপেড়ে)।
পাড়3 [ pāḍ়3 ] বি. যন্ত্রাদি চালু করার জন্য পা দিয়ে যে চাপ দেওয়া হয় (ঢেঁকিতে পাড়)।
[সং. পাত]।
পাড়4 [ pāḍ়4 ] বি. ঘরের চাল ধরে রাখার জন্য খুঁটির উপর স্হাপিত লম্বা বাঁশ বা কাঠ।
[তু. পাট1 (তক্তা অর্থে)]।
Leave a Reply