পাঠ্য [ pāṭhya ] বিণ. 1 পঠনীয়, পঠনযোগ্য (অপাঠ্য); 2 পাঠ করতে হবে এমন, পাঠের জন্য নির্দিষ্ট (পাঠ্যপুস্তক)।
[সং. √ পঠ্ + য]।
পাঠ্যক্রম বি. অধ্যয়ন ও অধ্যাপনার নির্দিষ্ট পদ্ধতি ও বিষয়বস্তু, syllabus.
পাঠ্যতালিকা বি. পাঠ্যপুস্তকের তালিকা; পাঠ্যবিষয়ের তালিকা।
পাঠ্যসূচি বি. পাঠ্য অংশের বা বিষয়ের তালিকা বা বর্ণনা।
Leave a Reply