পাটি1 [ pāṭi1 ] বি. এক ধরনের জলজ তৃণ থেকে নির্মিত মাদুরবিশেষ (শীতলপাটি)।
[দেশি]।
পাটি2 [ pāṭi2 ] বি. 1 শৃঙ্খলা, ধারা, প্রণালী (পরিপাটি); 2 শ্রেণি, সারি, পঙ্ক্তি (দাঁতের পাটি, দু-পাটি দাঁত); 3 দুটির একটি, একজোড়ার একটি (একপাটি জুতো); 4 (প্রা. কাব্যে) কেশবিন্যাস (‘চিরুনী ধরি পাড়ে মোহন পাটি’: ক. ক.); 5 গৃহকর্ম (‘সংসারের পাটি’: শি.); 6 (গণি.) অঙ্কদ্বারা সংখ্যাদির গণনা (পাটিগণিত)।
[সং. √ পট্ + ণিচ্ + ই]।
Leave a Reply