পাটা1 [ pāṭā1 ] বি. 1 তক্তা, ফলক (কাঠের পাটা); 2 জমির ক্রয় বা পত্তনিসম্বন্ধীয় দলিল, পাট্টা; 3 ভাঁজ (কাপড়ের পাটা); 4 বিস্তার বা বিশালতা (বুকের পাটা)।
[সং. পট্টক]।
পাটাতন বি. 1 তক্তা বা তক্তাজাতীয় কাঠ দিয়ে তৈরি মাচা বা মেঝে; 1 জাহাজ স্টিমার প্রভৃতির মেঝে বা ডেক।
পাটা2 [ pāṭā2 ] বি. যে পাথরে মশলা পেষা হয়, শিল।
[দেশি]।
Leave a Reply