পাঞ্জা [ pāñjā ] বি. 1 পাঁচ-ফোটা-চিহ্নিত তাস; 2 পাঁচ-আঙুল সমেত করতল; 3 বাদশাহ-নবাবদের করতলের ছাপযুক্ত ফরমান বা আদেশপত্র; 4 লুডো পাশা ইত্যাদি খেলায় পাঁচের দান (ছক্কা পাঞ্জা)।
[ফা. পঞ্জহ্]।
পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।
Leave a Reply