পাছড়া1 [ pāchaḍ়ā1 ] বি. দোপাট্টা, গায়ের চাদর বিশেষ।
[সং. প্রচ্ছদ]।
পাছড়া2 [ pāchaḍ়ā2 ] ক্রি. পাছড়ানো।
[পাছাড় দ্র]।
পাছড়ানো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply